একটি বিয়ের পরিকল্পনা চাট্টিখানি কথা নয়। বিয়ে ব্যাপারটি সবসময়ই একজন মানুষের জীবনের সবচেয়ে বিশেষ জাকজমকপূর্ণ ও আনন্দঘন মুহূর্ত। জীবনের এই দিনগুলো স্মরণীয় করে রাখতে চান সবাই। বিয়ের মূল ভাবনা অনুযায়ী সব কিছু আয়োজন করতে সদা আপনার পাশে থাকবে আমাদের প্রতিষ্ঠান “Events of Jahan”

আমরা আমাদের একটি দল নিয়ে অনুষ্ঠান অনুযায়ী ভেন্যু পছন্দ, নিমন্ত্রণপত্র ছাপানো, হাতের তৈরী কার্ড, বিয়ের স্টেজ, গাঁয়ে হলুদের স্টেজ ও ভেন্যু ডেকোরেশন, বাসর সজ্জা, রাখি তৈরি, তত্ত¡ গোছানো, উপহার বাক্স, ডালা সাজানো, ফুড ডেকোর, ফটোগ্রাফি, ভিডিও, সিনেমাটোগ্রাফি, ডি.জে., সাউন্ড, লাইটিং, খাবারের মেন্যু ঠিক করা, বউভাত, গানের জলসা, মেহেদি নাইট, পালকি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি বা যানবাহনের ব্যবস্থা করা পর্যন্ত, যা যা দরকার, সব কাজেরই দায়িত্ব নিয়ে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে দিচ্ছি আমরা। বিয়ের অনুষ্ঠান যাঁরা একটু সুন্দরভাবে করতে চান অথচ নিজেদের অত সময় নেই, তাঁদের পরিবারের জন্য সব কিছুতেই আছি আমরা “Events of Jahan”

বেশীর ভাগ ক্ষেত্রেই অনুষ্ঠান আয়োজনে বিয়ের ব্যাপারে পরিবারের তেমন কোনো পূর্বাভিজ্ঞতা থাকে না। আপনার স্মরণীয় অনুষ্ঠানে স্বপ্ন আর কল্পনার সমন্বয় ঘটাতে আমাদের প্রতিষ্ঠানের উপর আস্থা রাখুন। ঠিক কিভাবে আয়োজন করতে চাচ্ছেন, কী ধরনের সাজসজ্জা থাকবে এবং সেই সবের বাস্তবায়ন কিভাবে হবে তার খুঁটিনাটি নিয়ে স্বার্থক অনুষ্ঠান আয়োজনের পুরো বিষয়টির বিস্তারিত আলাপ আমাদের সাথে করুন। প্রয়োজনে আপনার সাধ্য ও সীমাবদ্ধতা নিয়ে একাধিকবার আমাদের সাথে আলোচনা করুন। কারণ বাজেট ও চাহিদার ওপর নির্ভর করবে আপনার বিবাহ অনুষ্ঠান আয়োজনের সাজসজ্জা ও খরচাপাতি। আমরা আপনার বাজেট বান্ধব অনুষ্ঠান পরিকল্পনার দায়িত্ব নিচ্ছি। এ ছাড়া, গানবাজনা অনুষ্ঠানে আপনার পছন্দের শিল্পী কিংবা ডি.জে. এবং সেখানে কী ধরনের গান বাজানো হবে, আলোকসজ্জা কেমন হবে আমাদের সাথে পরামর্শ করুন। আপনার উৎসবটি রঙিন প্রানবন্ত করতে “প্রিমিয়ার ইভেন্ট এন্ড ডেকোর”এর উপর ভরসা রাখতে পারেন।

আমরা আমাদের গ্রাহকদের সাথে কাজ করতে গিয়ে তাদের পরিবারের একরকম সদস্যের মতই হয়ে যাই, খুব বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশ বজায় রাখি সবসময়। শুরুতে আমরা মনোযোগ ও অনেক সময় দিয়ে আপনাদের চাওয়াটা কেমন সেটা শুনে নিই। এরপর কিছু কাজের নমুনা দেখাই। অনেক সময় নিজেদের পরামর্শ দিই। এরপর আমরা মূল নকশাটাকে অনুষ্ঠানের দিন কিংবা আগের দিন মন প্রাণ দিয়ে বাস্তবায়নের চেষ্টা করি। আমরা আপনার মাথা ব্যথাটা যেঁচে নিজের ঘাড়ে নেয়ার জন্য গত কয়েক বছরে বেশ গুছিয়ে উঠেছি। আর আমাদের কাজে বাংলাদেশি সংস্কৃতির প্রাধান্যটাই সবসময়ে দেয়ার চেষ্টা করি। আর আমাদের ডিজাইনে ফুলের ব্যবহার থাকে চোখে পড়ার মত। আমাদের কাজের মূল শক্তিই হল ক্লায়েন্টদের আবেগ। একটি কাজ শেষ করার পর তাদের প্রতিক্রিয়া দেখেই মন আনন্দে ভরে যায় আমাদের। ভালোবাসা আর উৎসাহ নিয়ে কাজ করি বলেই সেটা সম্ভব হয়ে ওঠে।

আপনি বিয়ে করছেন একবারই। বিয়ের বাড়ি সাজানো থেকে শুরু করে বিয়ের প্রায় সব কাজেই সৃজনশীলতা জরুরী। বিয়ে যেহেতু মানুষের জীবনের অনেক বড় একটা অধ্যায়, সেহেতু সবাই চায় তার জীবনের এই মুহূর্তটাকে অনেক সুন্দর ও স্বরণীয় করে সাঁজিয়ে রাখতে। আমাদের দলের অভিজ্ঞ সদস্যরা আপনার চাহিদা অনুযায়ী সেবার সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করি। বিয়ের আয়োজনকে একদম পরিপাটি রূপকথায় পরিণত করে তুলতে আমরা “Events of Jahan” সদা প্রস্তুত।

about-pic

বিবাহের অনুষ্ঠানসহ আমরা গ্রাহকদের জন্য নিম্নে উল্ল্যেখিত সেবাগুলো প্রদান করে থাকি:

  • জন্মদিন, ডি.জে. সামাজিক অনুষ্ঠান
  • কার ডেকোরেশন
  • বৈশাখী উৎ্সব
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট
  • কনফারেন্স
  • কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট
  • দোকানের আভ্যন্তরিন ব্রান্ডিং
  • প্রদর্শনী ভেন্যূ ব্রান্ডিং
  • উদ্বোধনী ভেন্যূ ব্রান্ডিং
  • রোড শো
  • সড়কপথ, রেলপথ এবং টার্মিনাল ব্রান্ডিং
  • অফিস, শোরুম, এপার্টমেন্ট, সুইমিংপুল ডেকোরেশন
  • বানিজ্য মেলা ব্যবস্থাপনা
  • এক্সিভিশন/স্টল ডিজাইন এবং ডেকোরেশন
  • ফ্যাশন শো, ফটোগ্রাফি, ভিডিও, সিনেমাটোগ্রাফি ইত্যাদি।